ইতালির আধা-পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তর সেরি ডি’তে খেলা ফাহামিদুল ইসলামকে নিয়ে তুমুল আগ্রহ আছে বাংলাদেশের সমর্থকদের। তবে এই তরুণকে এখনও জাতীয় দলের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না প্রধান কোচ হাভিয়ের কাবরেরার। তাই সৌদি আরব থেকে দেশে না এনে তাকে ফেরত পাঠানো হয়েছে ইতালিতে।
সৌদি আরবে দুই সপ্তাহের নিবিড় ক্যাম্পে ছিলেন ফাহামিদুল। সেই সময়ে তাকে খুব কাছ থেকে দেখেছেন কারবেরা। ঢাকা ফিরে মঙ্গলবার তিনি জানালেন, সর্বোচ্চ পর্যায়ে খেলতে আরও সময় প্রয়োজন ওলবিয়া কালসিওতে খেলা ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
“ফাহামিদুল ঢাকায় আসেনি আমাদের সাথে, সে আমাদের সাথে এক সপ্তাহ ছিল। সে ভালো করেছে, কিন্তু আমরা মনে করেছি, তার আরও সময় প্রয়োজন। এ কারণেই সে দলের সঙ্গে ঢাকা ফেরেনি। তবে সে খুব ভালো কাজ করেছে।”
“সে ইতালি ফিরে গেছে, তবে আবারও বলছি, তার সাথে আমাদের দেখা হয়ে ভালো হয়েছে। খেলোয়াড়দের সাথে দেখা হওয়াটা তার জন্যও ভালো ব্যাপার। আসলে এ মুহূর্তে তার চেয়ে অন্যরা বেশি প্রস্তুত। সে খুবই তরুণ। তার আরও সময় প্রয়োজন দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য।”
পেশাদার ফুটবলে দীর্ঘ দিন থাকায় হামজা চৌধুরির ততটা সময় প্রয়োজন নেই মনে করছেন কাবরেরা। তাই ইংলিশ ফুটবলে খেলা মিডফিল্ডারের দেরিতে দলে যোগ দেওয়া নিয়ে কোনো উদ্বেগ নেই তার।
“(হামজার অন্তর্ভুক্তি) ভীষণ ইতিবাচক। সবাই তার সাথে সাক্ষাৎ ও ট্রেনিং করার জন্য খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে। গত এক সপ্তাহ ধরে তার সাথে আমার যোগাযোগ রয়েছে। আমিও তার সাথে দেখা করার জন্য, এক সঙ্গে কাজ করার জন্য এবং কীভাবে ভারতকে সামনের সপ্তাহে হারাতে পারি, তা নিয়ে পরিকল্পনা সাজাতে উন্মুখ হয়ে আছি।”
“নিশ্চিতভাবেই তার অভিজ্ঞতার প্রভাব আমাদের দলে পড়বে। তার নেতৃত্ব, তার পেশাদারিত্ব এবং আমি মনে করি জাতীয় দলের হয়ে সেও খেলতে মুখিয়ে আছে। দলের অনান্য খেলোয়াড়েরাও একইভাবে তার সাথে খেলতে উন্মুখ। এতে করে আমার মনে হচ্ছে, অবশ্যই ভালো কিছু বেরিয়ে আসবে।”
দেশের হয়ে প্রথমবার খেলার জন্য সোমবার বাংলাদেশে এসেছেন হামজা। মঙ্গলবার দলে যোগ দিয়ে এক দিন পর যাবেন শিলংয়ে। কাবরেরা আশাবাদী, সামনের দিনগুলো কাজে লাগিয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে জেতা সম্ভব।
“প্রস্তুতি ভালো হয়েছে, পরিপূর্ণ একটা ক্যাম্প হয়েছে। সৌদি আরবে ১২ দিন উঁচু মানের সুবিধাদি নিয়ে অনুশীলন করা, আমরা খুবই ভাগ্যবান। সব মিলিয়ে এটা আমাদের জন্য যথাযথ পরিবেশ ছিল। সম্ভবত আমরা একটা বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাটা মিস করেছি, কিন্তু সত্যি বলতে প্রস্তুতি নিয়ে খুব খুশি। আসলেই খুবই রোমাঞ্চিত এবং শিহরিত ভারতের বিপক্ষে বড় ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য।”