দাবানলে ‘গ্র্যামি অ্যাওয়ার্ডের’ আসর নিয়ে শঙ্কা

grammy awards

লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে স্থগিত হয়ে যেতে পারে ৬৭তম ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানও।

আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের এই আসর আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে উদ্বিগ্ন আয়োজকেরা। 

দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে এই শঙ্কার কথা উঠে এসেছে।

আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসার তারিখ রয়েছে।

অনুষ্ঠান পেছানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা বলেছে, অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

আয়োজক কর্তৃপক্ষ এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠনের কথাও ভাবছে।

যুক্তরাষ্ট্রের জ্যাজ ড্রামার রেকর্ড প্রডিউসার হার্ভে মেসন বলেছেন, আগামী দশ দিনের পরিস্থিতির উপরে গ্র্যামি আয়োজনের বিষয়টি নির্ভর করছে।

এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে বহু বিষয় জড়িত; যেমন অংশগ্রহণকারী শিল্পী ও তাদের দলের সদস্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের থাকার জন্য লস অ্যাঞ্জেলেসে হোটেলের প্রয়োজন পড়বে।

কেবল আবাসন সংকট নয়, শিল্পীদের বাদ্যযন্ত্রগুলো নিরাপদে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে।

লস অ্যাঞ্জেলেস শহরের বড় দুটি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে রোববার পর্যন্ত পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা।

অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে; হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এক লাখ অধিবাসীকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা।

অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, বেন অ্যাফ্লেক এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টালসহ বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।

স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা, ‘ক্রিটিকস চয়েজ’ অ্যাওয়ার্ডসহ আরো বেশি কিছু আয়োজনও।

এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন