পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত

Fifty injured in garment workers-police clash

বকেয়া বেতন, ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে সচিবালয় ঘেরাও করতে এলে পোশাক শ্রমিকদের পিটিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের লিংক রোডের সামনে এই ঘটনা ঘটে।

শ্রমিকরা শ্রম ভবন থেকে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডে পুলিশের ব্যারিকেড থাকায় বাধার সম্মুখীন হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ায় শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, “সচিবালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে আমাদের ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়েছে।”

“এছাড়া বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দীলিপ রায়কে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে”, যোগ করেন তিনি।

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, “শ্রমিকদের হামলায় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ফজলে রাব্বি নামে এক সদস্য গুরুতর আহত হয়েছেন।”

সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছিলেন টিএন্ডজেড অ্যাপারেলস লিমিটেড এবং অ‍্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। সন্ধ্যা ৭টার পরে তারা মূল সড়ক ছেড়ে আশেপাশের রাস্তায় অবস্থান করে। মঙ্গলবার তৃতীয় দিনের মতো তাদের দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল।

আরও পড়ুন