যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
এ পরিস্থিতিতে সেখানকার বাসিন্দাদের অনেকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। দাবানল ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
বাংলাদেশ সময় বুধবার রাত ১টা পর্যন্ত দাবানলে অন্তত দুজন মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়েছেন অনেকে। দাবানলে কয়েক হাজার বাড়িঘর পুড়ে গেছে।
স্থানীয়দের পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। চারপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। সড়কে পড়ে থাকা গাড়িগুলো সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে দেখা যায়।
যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের অদূরে একাধিক স্থান থেকে শুরু হয় ভয়াবহ এই দাবানল।
দাবানল সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে প্যাসিফিক পালিসাদেস ও উত্তর দিকের আলতাদেনা এলাকায়।
লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্থনি মেরন সাংবাদিকদের বলেন, “দাবানলে এখন পর্যন্ত পাঁচ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। আনুমানিক এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে।”
ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত কত শতাংশ এলাকার আগুন নেভানো সম্ভব হয়েছে তা নিশ্চিত করতে পারেনি অগ্নিনির্বাপণ বিভাগ।