কাকে বিয়ে করছেন সাফজয়ী ফুটবলার আঁখি খাতুন?

আঁখি খাতুন। ছবি: আঁখির ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে নেওয়া।
আঁখি খাতুন। ছবি: আঁখির ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে নেওয়া।

সাফ জয়ী দুই নারী ফুটবলারদের মতো এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরেক সাফজয়ী ফুটবলার আঁখি খাতুন। এর আগে বিয়ের কাজ সেরে নিয়েছেন সিরাত জাহান স্বপ্না ও আনাই মগিনি।

আঁখির হবু বর মো. শরীফুল ইসলাম টিংকু বর্তমানে চীনের একটি একাডেমিতে টেনিসের প্রধান কোচ হিসেবে কর্মরত। টিংকুর সঙ্গে পরিচয় ফুটবলের সুবাদে। আঁখির খেলা দেখে ভালো লেগে যায় টিংকুর। সরাসরি মাঠে বসে খেলা দেখবেন বলে চীন থেকে টিংকু চলে আসেন ঢাকায়। স্টেডিয়ামের আসন থেকে বসে যান আঁখির হৃদয়ের আসনে।

সব ঠিকঠাক থাকলে ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বাবারিয়া বাজার সংলগ্ন আঁখিদের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে।

চীনের সাংহাইয়ে আঁখি খাতুন। ছবি: তার ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে নেওয়া।

টিংকুর মাধ্যমেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আঁখি ২০২৩ সালে চীনে চলে গিয়েছিলেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই ফুটবলার।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম সেরা ফুটবলার ছিলেন আঁখি।

তবে ফুটবল মাঠে তার লড়াই শুরু ছোটবেলা থেকেই। শারীরিক গঠন, আর উচ্চতার পাশাপাশি বল নিয়ে তার কসরত স্বাভাবিকভাবেই দর্শকদের নজর কাড়তো।

মেয়েদের ফুটবলে প্রায় সব লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাফল্য ছিনিয়ে এনেছেন বাংলাদেশের জন্য।

বর্তমানে চীনের হাইকোউ শহরের একটি ফুটবল অ্যাকাডেমিতে খেলার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাচ্ছেন আঁখি।

বিয়ের পরও খেলা চালিয়ে যেতে চান আঁখি। তার হবু বরেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

বললেন, “সে আমাকে সব রকমের সমর্থন দেবে। আমি ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিয়েছি।“

হবু বরের সঙ্গে পরিচয়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, “ওর সঙ্গে আসলে পরিচয় হয়েছিল খেলার মাঠে। ২০২২ সালে ঢাকায় একটি আন্তর্জাতিক ম্যাচ দেখতে চীন থেকে চলে আসে টিংকু। এরপর নিয়মিত যোগাযোগ হতো ফেসবুকে। সে আমার খেলার অনেক বড় ভক্ত।”

আরও পড়ুন

সর্বশেষ

ads