সাবেক ফুটবলার হচ্ছেন জর্জিয়ার প্রেসিডেন্ট

মিখায়েল কাভেলাসভিলি
মিখায়েল কাভেলাসভিলি

জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন যুক্তরাজ্যভিত্তিক ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সাবেক ফুটবলার মিখায়েল কাভেলাসভিলি, যাকে রাশিয়াপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নপন্থীদের টানা ১৬ দিনের বিক্ষোভের অবসান হবে বলে মনে করা হচ্ছে।

শনিবার দেশটির পার্লামেন্ট নতুন প্রেসিডেন্টের নিয়োগ চূড়ান্ত করে।

৫৩ বছর বয়সী মিখাইল কাভেলাসভিলি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সাবেক পার্লামেন্ট সদস্য, যিনি প্রেসিডেন্ট পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন।

অবশ্য বিরোধী দল কাভেলাসভিলির নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্ট বর্জন করেছে। তারা অভিযোগ করে আসছেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে তাদের পক্ষে যাওয়া জনগণের রায় পাল্টে দেওয়া হয়েছে।

নব্বইয়ের দশকে মাঝামাঝিতে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে স্ট্রাইকার হিসেবে দেখা যেতো কাভেলাসভিলিকে।

পরবর্তীতে ‘পিপলস পাওয়ার’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। জর্জিয়ায় পশ্চিমাবিরোধী অবস্থানের ক্ষেত্রে মিখায়েল কাভেলাসভিলিকে সরব ভূমিকা দেখা যায়।

আল জাজিরা অবলম্বনে

আরও পড়ুন