ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষ ৯টা রাত ৫১ মিনিটে মনমোহন সিংয়ের মৃত্যুর খবর জানায়।

রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল।

বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে কৃতিত্ব দেওয়া হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুদ গান্ধী তার ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, “মনমোহন সিং জি অপার প্রজ্ঞা ও সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার বিনয় এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল।”

তার স্ত্রী মিসেস কৌর এবং পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

“আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শক হারালাম। আমাদের লাখ লাখ নেতাকর্মী গর্বের সঙ্গে তাকে স্মরণে রাখবে।”

রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নরও ছিলেন।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মূলত এর পর থেকে তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন।

অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি নতুন পথে যাত্রা করে।

তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।

আরও পড়ুন