সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে এলাকাবাসীর হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর নগরীর ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৪ জন আহত হওয়ার কথা তিনি জেনেছেন।
গেল বছর সরকারবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা হওয়ার পর থেকে প্রকাশ্যে আসেননি আ ক ম মোজাম্মেল হক। তার বাড়িটিও ছিল তালাবদ্ধ।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে স্বৈরাচারবিরোধী স্লোগান দিয়ে মোজাম্মেল হকের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন কিছু লোকজন।
খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলেন এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে এলাকাবাসী তাদের বেদম মারধর করে।
গত দুইদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। দৃশ্যত এসব ভাঙচুরে তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি ‘অন্তর্বর্তী সরকার সমর্থিত বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের’।
গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িসহ অসংখ্য স্থাপনা।