ভারতের ত্রিপুরা রাজ্যে তিন নারীসহ চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এক প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে তাদের আটক করা হয় বলে শনিবার বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের মানবপাচার বিরোধী ইউনিট শুক্রবার সন্ধ্যায় তেলিয়ামুড়া রেলস্টেশনে শিলচর-আগরতলা এক্সপ্রেস থেকে নামার সময় বাংলাদেশের চার নাগরিককে আটক করে, যাদের মধ্যে তিনজন নারী।
আটক চারজন ব্যাঙ্গালুরু থেকে ত্রিপুরায় এসেছিলেন জানিয়ে বিএসএফের ওই কর্মকর্তা আরও বলেন, আটক বাংলাদেশিদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানতে তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া বিএসএফের জওয়ানরা শুক্রবার সেপাহিজলা জেলার কুল্লুবাড়িতে সীমান্ত এলাকায় চোরাচালানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি জানান, একদল দুর্বৃত্ত সীমান্ত বেড়ার ওপারে একটি চালান ছোড়ার চেষ্টা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সেখান থেকে ইয়াবার দুটি প্যাকেট উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি রুপি।