মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত অন্যতম সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওই স্থানে এখনও অভিযান চলছে, সাগাইংয়ের পাশাপাশি মান্দালয়েরও অসংখ্য বাসিন্দা তাদের প্রিয়জনের খোঁজ পেতে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে।
ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের উদ্ধারকারীরা ধ্বসংস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত পাওয়ার আশায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যন্ত্রপাতির ঘাটতি, একের পর এক পরাঘাতও তাদের দমাতে পারছে না।
রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের নিচ থেকে জীবিত চারজনকে উদ্ধার করে দমকল বিভাগের কর্মীরা। এসময় একটি মৃতদেহও উদ্ধার করা হয়।
মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এখনো অনেকে নিখোঁজ।
উদ্ধার তৎপরতার মধ্যেও রোববারও মান্দালয়ে আরেকটি ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
উদ্ধার তৎপরতায় সহায়তা করতে এরই মধ্যে চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশের পাঠানো দল এবং ত্রাণ মিয়ানমারে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে থাইল্যান্ডে তুলনামূলকভাবে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো পুরোদমে চলছে। ধসে পড়া বহুতল ভবনের জঞ্জাল সরিয়ে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের কার্যক্রমও একই সঙ্গে চলছে।