জুনে খেলার আশাবাদ জানিয়ে গেলেন হামজা

বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী।
বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী।

আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ক্লাবে ফিরে যাচ্ছেন হামজা চৌধুরী। তবে মাস তিনে পর ফের দেশের হয়ে খেলার আশাবাদ জানিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সে সময় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে শিলংয়ে দেশের হয়ে নিজের প্রথম ম‍্যাচ খেলেন হামজা। ইংল‍্যান্ড প্রবাসী ২৭ বছর বয়সী তারকার উপস্থিতিতে ফুটবল নিয়ে বাংলাদেশে আগ্রহ বেড়েছে অনেক। এই জোয়ারের মধ‍্যে ঘরের মাঠে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত হামজা। 

শিলং থেকে বুধবার দেশে ফেরেন এই তারকা ফুটবলার। পরদিন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি। যাওয়ার আগে বাফুফের অফিসিয়াল পেইজে তিনি জানালেন নিজের ভাবনা।

“আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।”

আগামী ১০ জুনে বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন