বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফুটবলে হামজা

বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী।
বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী।

জাতীয় দলে অভিষেকের লক্ষ‍্যে বাংলাদেশে এসে ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। তারকা ফুটবলার জানালেন, অনেক বড় কিছুর স্বপ্ন নিয়েই আন্তর্জাতিক ফুটবলে পা রাখছেন তিনি।

প্রায় ১১ বছরের মধ‍্যে প্রথমবারের মতো হামজার বাংলাদেশে আসার খবরে হবিগঞ্জে যেন উৎসবের আমেজ। বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে এলাকাবাসী সংবর্ধনা দিয়েছে তাকে। এমন বিপুল আয়োজন থাকবে ভাবতেও পারেননি তিনি।

শত ব‍্যস্ততার মাঝেও তিনি কথা বললেন ফুটবল নিয়ে, লক্ষ‍্য নিয়ে।

“অনেক দিন পর ফিরলাম। আমি রোমাঞ্চিত। ইনশাআল্লাহ, আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশাআল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।”

ইংল‍্যান্ড থেকে রওনা দিয়ে হামজা সোমবার পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ২৭ বছর বয়সী মিডিফল্ডারকে বরণ করে নিতে সেখানে সকাল থেকেই উৎসবের আবহ বিরাজ করছিল।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা পৌনে ৪টার দিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্নানঘাটের বাড়িতে পৌঁছান হামজা। দেশীয় সংস্কৃতিতে ফুল দিয়ে তাদের বরণ করে নেন পরিবারের সদস্যরা।

আগে থেকেই এখানে অপেক্ষায় ছিলেন আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামের শত শত মানুষ। পুলিশের কঠোর নিরাপত্তাও ছিল। এতো কিছু হবে কল্পনাও করতে পারেননি হামজা।

“দেশের মানুষের ভালোবাসা কেমন লাগছে? জ্বি ভালো, খুব ভালো লাগছে।”

“আমি কখনও কল্পনা করিনি এত মানুষ এখানে আসবে। এত মানুষের ভালোবাসা পাওয়ার অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। এত মানুষ এখানে এসেছে!

আপার স্ত্রীরও বিষয়টা দারুণ ভালোলেগেছ। বাংলাদেশে আসার অভিজ্ঞতা তার ছিল না, এই প্রথম এসেছে।”

আট নাম্বার জার্সি পরে খেলতে চান হামজা। আপাতত মনোযোগ দিতে চান খেলোয়াড়দের সঙ্গে মাঠে বোঝাপড়া ঠিকঠাক করে নিতে। ভারত নিয়ে একদমই ভাবছেন না তিনি। পুরো মনোযোগ বাংলাদেশ দলের দিকে।

“ভারতের মুখোমুখি হওয়া নিয়ে কোনো চাপ অনুভব করছি না। মানুষ এখানে এসেছে, আমার প্রতি তাদের ভালোবাসা জানাতে, কোনো চাপ অনুভব করছি। এটা বরং আরও ভালো খেলতে আমাকে অনুপ্রাণিত করবে। আমরা ভারতের দিকে মনোযোগ দিচ্ছি না। আমরা শুধু আমাদের দিকে মনোযোগ দিচ্ছি।”

“গত কিছু দিনে একটু যোগাযোগ হয়েছে। গত তিন-চারটা দিন কোচের সাথে নানা বিষয় নিয়ে কথা হয়েছে। গত ম্যাচগুলো নিয়েও আলোচনা হয়েছে, যেগুলো মুগ্ধ হওয়ার মতো। জামালের সাথে কিছু কথা হয়েছে। ইনশাল্লাহ কম্বিনেশন ভালো হবে। আমি নিশ্চত দলের মান অনেক উঁচুতে। অবশ‍্যই ভারতের বিপক্ষে জয় সম্ভব।”

হবিগঞ্জ থেকে ঢাকায় এসে দলের ক‍্যাম্পে যোগ দেবেন হামজা। আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে শিলং যাবেন তিনি। সেখানেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিনই দেশের হয়ে প্রথমবার খেলতে নামবেন হামজা।

আরও পড়ুন