আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। পরিবারের সদস্য নিয়ে সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ২৭ বছর বয়সী এই ফুটবলার।
বিমানবন্দরে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বরণ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা। তারা ফুল দিয়ে হামজা চৌধুরীকে বরণ করে নেন।
লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর সঙ্গে তার মা, ভাই, স্ত্রী ও ৩ সন্তানও দেশে এসেছেন। বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী চলে এসেছেন আগেই।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের জন্য প্রায় ১১ বছর পর দেশে ফেরা হামজা সিলেট বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে, তার নিজ গ্রামে। তারকা ফুটবলারের আগমন উপলক্ষে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
হামজাকে অভিনন্দন জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা। তার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মঙ্গলবার ঢাকা যাবেন হামজা। এর দুই দিন পর ম্যাচ খেলতে দলের সঙ্গে যাবেন ভারতের শিলং। সেখানেই ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার।