গভীর রাতে দুর্বৃত্তদের হামলার পর রক্তাক্ত অবস্থায় ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পর এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তারা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল সাইফকে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, দুই দিন পর তিনি বাড়ি ফিরতে পারবেন।
এনডিটিভি লিখেছে, ভারতের জনপ্রিয় অভিনেতার ওপর বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে তার বান্দ্রার বাড়িতে হামলা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল আর সেই সময়ে অভিনেতা জেগে ছিলেন। প্রতিরোধ করাতেই হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক জায়গায় আঘাত লেগেছিল অভিনেতার। হাতে, গলায় এবং পিঠে জখম হয়েছে। আঘাতে মেরুদণ্ডের খুব কাছেই কিছু ধারাল জিনিস গেঁথে গিয়েছিল।
কিন্তু নিজের বাড়িতেই কীভাবে হামলার শিকার হলেন তিনি? এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে কেউ তার বাড়ি, তার কাছাকাছি পৌঁছে গেল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেউ কেউ মনে করছেন, বাইরের কেউ নয়, সাইফের বাড়িতে থাকা বা পরিচিত কেউ এই কাজ করতে পারেন। কারণ অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তির তার বাসায় এত রাতে ঢোকা খানিকটা অসম্ভব।
পুলিশ অবশ্য এখনও এই ঘটনার প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাই ঘটনাটি চুরি বা ডাকাতির উদ্দেশে ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।