শেষঘুমে আরেফিন সিদ্দিক, নেওয়া হলো না ঢাবি ক্যাম্পাসে

ফুলে ফুলে ঢেকে যাওয়া আরেফিন সিদ্দিকের কবর।
ফুলে ফুলে ঢেকে যাওয়া আরেফিন সিদ্দিকের কবর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা শেষে আজিমপুর করবস্থানে শায়িত করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকার ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা শেষে আরেফিন সিদ্দিকের মরদেহ আজিমপুরে নিয়ে যাওয়া হয়।

এসময় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 

এর আগে ঢাকারর নর্থ রোডের আরেফিন সিদ্দিককের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়েছে আ আ ম স আরেফিন সিদ্দিককে।

জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না।

তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে। 

ভিসি হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ সংক্রান্ত আরও খবর :

ঢাবি’র সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন

আরও পড়ুন