উত্তেজনার মধ্যে পাকিস্তানি সীমান্তরক্ষী আটকের কথা জানালো ভারত

সীমান্তে বিএসএফ সদস্যদের টহল। ফাইল ছবি।
সীমান্তে বিএসএফ সদস্যদের টহল। ফাইল ছবি।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই শনিবার পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটকের কথা জানিয়েছে ভারত।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে। আটক পাকিস্তান রেঞ্জার্স সদস্য বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন বলে জানানো হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত ২৩ এপ্রিল পূর্ণম কুমার সাহু নামে বিএসএফের এক সদস্যকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারায় নিয়োজিত থাকাকালে ভুলক্রমে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ায় তাকে আটক করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুলক্রমে সীমান্ত অতিক্রম করা ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানোর বিষয়ে দেশদুটির মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত প্রক্রিয়া থাকলেও বিএসএফের কনস্টেবল সাহুকে ফেরত দেয়নি পাকিস্তান। এমন প্রেক্ষাপটে আটক পাকিস্তান রেঞ্জার্স সদস্যের সঙ্গে ভারত কী করবে তা এখনও স্পষ্ট নয়।

কনস্টেবল সাহুকে ফেরত আনার জন্য পাকিস্তানি পক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেছে ভারত। তবে পাকিস্তানি পক্ষ কোনো সময়সীমা নির্ধারণ করেনি এবং এমনকি সাহুর বর্তমান অবস্থার বিষয়েও নিশ্চিত করেনি বলে দাবি করেছে ভারত।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যাদের মধ্যে একজন ছাড়া সবাই পর্যটক।

ভারত শুরু থেকেই অভিযোগ করে আসছে, হামলার পেছনে ইসলামাবাদের হাত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে এরই মধ্যে ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াগা-আত্তারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। ভারতের পক্ষ থেকে ছিন্ন করা হয়েছে সব ধরনের বাণিজ্য সম্পর্ক।

জবাবে ইসলামাবাদ ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

শিখ তীর্থযাত্রী ছাড়া সকল ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল এবং পাকিস্তানের দিক থেকে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রতি রাতেই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর মিলছে। এ ছাড়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শনিবার পাকিস্তান শক্তিশালী আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর মধ্যে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটকের খবর দিল ভারত।

এদিকে, শনিবার রাতেও পাকিস্তান ও ভারতের সীমান্ত এলাকার একাধিক স্থানে দেশদুটির সেনাদের মধ্যে গোলাগুলির খবর দিয়েছে এনডিটিভি।

ভারতীয় পক্ষ বলছে, মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি)কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলো থেকে টানা দশম দিনের মতো বিনা উস্কানিতে  গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনা ইউনিটগুলো দ্রুত এবং সমানুপাতিকভাবে এর জবাব দিয়েছে।

তবে এ বিষয়ে পাকিস্তানি পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া গোলাগুলির ঘটনায় হতাহতেরও কোনো খবর মেলেনি।

আরও পড়ুন