ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৩০ ইরানি নিহত

ইসরায়েলের হামলায় নিহতদের তালিকায় রয়েছেন ইরানের সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী।
ইসরায়েলের হামলায় নিহতদের তালিকায় রয়েছেন ইরানের সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী।

ইসরায়েলের আকস্মিক হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩০ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৩ জুন ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এছাড়াও সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের খবর।

ইরানের উপর নজরদারিকারী মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির মতে, ইসরায়েলি বিমান হামলায় ইরানে ৬৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এ সংক্রান্ত আরও খবর:

আরও পড়ুন