চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও পাকিস্তানি পতাকাবাহী দুটি জাহাজ। বুধবার বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজ দুটি। ভারতের জাহাজে আছে সিদ্ধ চাল আর পাকিস্তানি জাহাজে আছে আতপ চাল।
খাদ্য অধিদপ্তর জানায়, জি টু জি ভিত্তিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি এইচটি ইউএনআইটিই।
এছাড়া পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এসআইবিআই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শিপিং ব্যবসায়ীরা বলছেন, ভারত সঙ্গে বাংলাদেশে সরকারি ও বেসরকারি আমদানি-রপ্তানি কার্যক্রম রয়েছে। পাকিস্তানের সঙ্গে বেসরকারিভাবে চাল আমদানি হলেও গত দেড় দশকে এবারই প্রথম সরকারি চুক্তির আওতায় পাকিস্তান থেকে চাল নিয়ে আসা জাহাজ এলা।
গত ৫ আগস্টের পর পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, ভারত ও পাকিস্তান থেকে আসা জাহাজটি দুটি বন্দরের ভেড়ানো হয়েছে।
নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে বলেও জানান তিনি।