বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা ভারতের এক নাগরিক একই উপায়ে নিজ দেশে ফিরে যাওয়ার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আহত হয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আহত ব্যক্তির নাম আখতার জামাল রনি, যিনি সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। মঙ্গলবার ভারতে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হন তিনি।
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের তথ্য অনুযায়ী, রনির সঙ্গে একজন নারীও ছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের দুজনকে বাংলাদেশের দিক থেকে সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে যেতে দেখেন। একাধিক সতর্কবার্তা সত্ত্বেও তারা সীমান্তের বেড়া অতিক্রমের চেষ্টা করেন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ত্রিপুরা ফ্রন্টিয়ার আরও জানায়, তারা এক পর্যায়ে এক নিরাপত্তা কর্মকর্তার পাম্প অ্যাকশন গান কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে এবং নির্ধারিত বিধি অনুসরণ করে এক নিরাপত্তা রক্ষী দুজনের দিকে একটি গুলি ছোড়েন।
কর্মকর্তারা জানান, এতে রনি আহত হন, তবে তার সঙ্গী নারী পাশের একটি গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন। পরে আহত রনিকে আগরতলার জিবিপি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
কর্মকর্তারা আরও জানান, আহত ব্যক্তি ও তার সঙ্গী পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা।