সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলি বিমান হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ। ফাইল ছবি/রয়টার্স
সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ। ফাইল ছবি/রয়টার্স

ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার ভোরে সিরিয়ার রাজধানীর দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বসবাস করা একটি ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিতে দেশটির কর্তৃপক্ষকে সতর্ক করার কয়েকঘণ্টা বাদেই এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

দামেস্কের কাছে সরকারপন্থীদের সঙ্গে দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল। সংঘর্ষে কয়েক ডজন মানুষ হতাহত হয়। এমন পরিস্থিতিতে দ্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সিরীয় কর্তৃপক্ষকে সতর্ক করে ইসরায়েল।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের হামলা ছিল এই সপ্তাহে সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় হামলা। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে চালানো সর্বশেষ হামলাকে সিরিয়ার নতুন নেতৃত্বের প্রতি ইসরায়েলের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল-হিজরি সিরিয়ার সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘গণহত্যা চালানোর উদ্দেশ্যে অন্যায্য হামলা’ চালানোর তীব্র সমালোচনা করেছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো দামেস্কে প্রেসিডেন্ট হুসেইন আল-শারার প্রাসাদের সংলগ্ন এলাকায় আঘাত হেনেছে। বিবৃতিতে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই হামলা সিরিয়ার নেতাদের জন্য একটি বার্তা।

তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “এটি সিরীয় শাসনের কাছে একটি স্পষ্ট বার্তা। আমরা দামেস্কের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার এবং দ্রুজ সম্প্রদায়ের জন্য কোনো বিপদ মেনে নেব না।”

সরকারপন্থী সিরীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী শহরের কাছে একটি পাহাড়ের উপর অবস্থিত পিপলস প্যালেসের কাছে আঘাত হানে।

এর আগে গত সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (স.)-কে নিয়ে এক ব্যক্তির সমালোচনামূলক অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সংঘর্ষ শুরু হয়। অডিওটি একজন দ্রুজ ধর্মগুরুর বলে মনে করা হয়েছিল। তবে ধর্মগুরু মারওয়ান কিওয়ান সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন, তিনি অডিওটির জন্য দায়ী নন।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুটি পৃথক হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়। অন্যদিকে যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সাহনায়া ও দামেস্কের উপকণ্ঠে জারামানা এলাকায় সংঘর্ষে স্থানীয় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫৬ জন নিহত হয়।

দ্রুজ সম্প্রদায় একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, যার সৃষ্টি দশম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা ইসমাইলবাদ থেকে। বিশ্বজুড়ে থাকা প্রায় ১০ লাখ দ্রুত সম্প্রদায়ের মানুষের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে, যাদের বেশিরভাগের বসবাস দেশটির দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশ এবং দামেস্কের উপকণ্ঠে।

এ ছাড়া লেবানন, গোলান মালভূমি ও ইসরায়েলেও দ্রুত সম্প্রদায়ের মানুষের বসতি রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় এবং ১৯৮১ সালে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।

আরও পড়ুন