৫০তম জন্মবার্ষিকীকে ক্যারিয়ারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা হৃত্বিক রোশান বললেন, তিনি একসময় দারুণ লাজুক ছিলেন। তবে সেই লজ্জা-অস্বস্তি কাটিয়ে দিয়েছে গণমাধ্যমকর্মীরা।
ঠিক পঁচিশ বছর আগে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমা করে বলিউডে আত্মপ্রকাশ করেন হৃত্বিক।
এই অভিনেতার জীবনের সুবর্ণ জয়ন্তী এবং ক্যারিয়ারের রজত জয়ন্তী উদযাপনে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমাটি ফের মুক্তি পাচ্ছে শুক্রবার, তার জন্মদিনে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এর মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন হৃত্বিক।
সেখানে তিনি বলেন, “আমি এক লাজুক মানুষ ছিলাম। আমার এখনও মনে আছে, ‘কহো না প্যায়ার হ্যায়’ যখন মুক্তি পেয়েছিল তখন আমি এতটাই লাজুক ছিলাম যে একটি সাক্ষাৎকার পর্যন্ত দিইনি কাউকে। আমাকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে সহযোগিতা করেছে সংবাদমাধ্যম।”
গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, “ওই সময়ে আমি খুব দরকার ছাড়া বাড়ি থেকে বের হতাম না। সবাইকে এড়িয়ে চলতাম। কিন্তু আপনারাই আমাকে তৈরি করে দিয়েছেন। এখন আর আমি লাজুক নই। তখন আপনাদের প্রশ্ন শুনে প্রথম প্রথম অস্বস্তি বোধ হত, কিন্তু এখন আর হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।”
বিগত বছরগুলোয় নিজেকে তৈরি করার বিষয়ে হৃত্বিক বলেন, “গত ২৫ বছরে দায়িত্বশীল হতে চেষ্টা করেছি। চেয়েছি বিনয়ী হতে, মনকে সংবেদনশীল রাখতে।”
২০০০ সালে মুক্তি পায় ‘কাহো না পেয়ার হ্যায়’।
অভিনেতা প্রযোজক রাকেশ রোশান নিজের ছেলেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রথমেই তাকে নিয়ে আসেন এক প্রেমের সিনেমায়। যেখানে নায়িকা ছিলেন আমিশা পাটেল।
মুক্তির পর হৃত্বিকের প্রথম সিনেমা ঝড় তোলে দেশ ও দেশের বাইরেও। ওই বছরই সুজান খানকে বিয়েও করেছিলেন হৃতিক, যে সংসার ভেঙে যায় পরে বিয়ের ১৪ বছর পর ২০১ সালে। এর পর হৃত্বিক দীর্ঘ একাকী জীবন কাটিয়েছেন। ২০২২ সাল থেকে এই অভিনেতা প্রেম করছেন তার চেয়ে ১৬ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে।
‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমায় ‘অনবদ্য অভিনয়’ উপহার দিয়ে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন হৃতিক।
১০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ঘরে তোলে ৮০ কোটি রুপির বেশি।
‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক-আমিশা ছাড়াও অনুপম খের, ফরিদা জালাল, সতীশ শাহ, মোহনিশ বেহল, দলীপ তাহিল, আশিস বিদ্যার্থী, এবং ব্রজেশ হিরজিসহ আরো অনেকে অভিনয় করেছেন। তবে কেবল সিনেমার গল্প নয়, এর গানগুলিও দারুণ জনপ্রিয় হয়েছিল।
পরবর্তীতে হৃত্বিকের ‘কোই মিল গ্যায়া’, ‘ধুম টু’, ‘যোধা আকবর’, ‘মিশন কাশ্মীর’, ‘ওয়ার’ সিনেমাগুলো বক্স অফিসে দারুণ ব্যবসা করে।
হৃত্বিকের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ফাইটার’, সেখানে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। আগামীতে হৃত্বিককে দেখা যাবে ‘ওয়ার টু’তে।