সম্পর্ক বাঁচাতে অভিষেক-ঐশ্বরিয়াকে কাজলের টিপস!

ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন, মুখ খোলেননি দুজনের কেউই।
ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন, মুখ খোলেননি দুজনের কেউই।

বেশ কিছুদিন ধরেই ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহিত জীবন নিয়ে চলছে নানা জল্পনা। বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একের পর এক ভিডিও ও ছবি, যা সেই গুঞ্জন আরও উস্কে দিলেও এই জুটিকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। কখনও আম্বানি পরিবারের আয়োজনে বা কখনও ঘরোয়া কোনো আড্ডায়; তাদের সুসম্পর্কের ছবিও সামনে এসেছে। 

এতোকিছুর পরও তাদের ব্যক্তিগত জীবনের প্রকৃত সমীকরণ নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।  

ঠিক এমনই এক সময় এক সাক্ষাৎকারে জনপ্রিয় পরিচালক করণ জোহর আরেক অভিনেত্রী কাজলকে প্রশ্ন করেন, ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহিত জীবন টিকিয়ে রাখার জন্য তিনি কী পরামর্শ দেবেন।

উত্তরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাজল রসিকতা করে বলেন, ‘কাভি আলবিদা না কহেনা’ ছবিটি যেন তারা না দেখে।

শাহরুখ খান ও অভিষেক বচ্চন অভিনীত ছবিটি মুক্তির পর বেশ আলোড়ন তোলে। করণ জোহরের পরিচালনায় ছবিটির সাহসী গল্প নিয়ে তখন নানা বিতর্ক ও প্রশংসা চলেও।

ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক ভাঙনের খবর ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন, এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দুজনের কেউই। 

ফলে বচ্চন পরিবারের অন্দরমহলের প্রকৃত পরিস্থিতি এখনও রহস্যেই রয়ে গেছে। তবে ইদানিং তারকা দম্পতিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কখনও মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে যাচ্ছেন। আবার কখনও পার্টিতে।

ফলে গুজব যতই ছড়াক নেটপাড়ায়, তাদের সম্পর্ক যে একেবারে ফিকে হয়ে যায়নি, এমনটা বলাই যায়। 

আরও পড়ুন