ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আসর শুরুর আগের দিন দল পেলেন লিটন দাস। তামিম ইকবালের বিনিয়োগ করা দল গুলশান ক্রিকেট ক্লাবে খেলবেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এখনও দল পাননি।
আবাহনী লিমিটেড ছেড়ে এবার নবাগত গুলশান ক্লাবে যোগ দিয়েছেন লিটন। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা দলটিতে এই মৌসুমে বিনিয়োগ করেছেন তামিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়কই রোববার এক সময়ের উদ্বোধনী জুটির সঙ্গীকে দলে নেওয়ার খবর জানিয়েছেন।
আসরের উদ্বোধনী দিন সোমবার তামিমের নেতৃত্বাধীন মোহামেডানের মুখোমুখি হবে গুলশান। মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম।
“লিটন দাস দল পেয়েছে। সে গুলশানে খেলবে। মুস্তাফিজেরটা জানি না। খুবই দুর্ভাগ্যজনক। যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে। কারণ তারা জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার। তাদের অবশ্যই প্রিমিয়ার লিগ খেলা উচিত।”
শেখ হাসিনা সরকারের পতনের পর আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে লিগের শিরোপাধারী আবাহনী। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ছাড়া প্রায় সবাই ছেড়েছেন ক্লাব। এই তালিকায় আছেন লিটনও।
আলোচনা কিছুটা এগোলেও পরে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় লেজেন্ডস অব রুপগঞ্জে যাননি লিটন। শেষ মুহূর্তে তিনি বেছে নিলেন নতুন দল।
মুস্তাফিজকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি এখনও। গুঞ্জন ছিল, ঐতিহ্যবাহী মোহামেডানে বাঁহাতি এই পেসার খেলতে পারেন এবার। তবে দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ তা উড়িয়ে দিলেন।
“আমাদের দল এখন পর্যন্ত গোছানোই আছে। নতুন কাউকে নেওয়ার কোনো আলোচনা নেই আপাতত। মুস্তাফিজুর রহমান মোহামেডানে খেলবে, এমন কোনো তথ্য জানা নেই আমার।”
দীর্ঘ দিনের সতীর্থ তামিম আশাবাদী, শিগগিরই ঠিকানা খুঁজে পাবেন মুস্তাফিজ।
“একটা জিনিস মনে রাখতে হবে, তারা দেশের সেরা ক্রিকেটার। তারা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবে না, এটা হতে পারে না। মুস্তাফিজুর রহমান অনেক বছর ধরে বাংলাদেশের সেরা পারফর্মার। লিটনও একই।”
“আমার কাছে সুযোগ ছিল। মিজান (ফরচুন বরিশাল ও গুলশান ক্রিকেটর ক্লাবের কর্মকর্তা মিজানুর রহমান) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। সুযোগ থাকায় আমরা নিতে পেরেছি। আমরা ভাগ্যবান। গুলশানের জন্যও ভালো যে, লিটনের মতো ক্রিকেটার খেলবে। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। তারা লিটনের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি, মুস্তাফিজের জন্যও কোনো দল এগিয়ে আসবে।”