বাংলাদেশ টেস্ট দল পেল নতুন মুখ, পেসার তানজিম হাসান। অবশ্য চোটে পড়ে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না আরেক পেসার তাসকিন আহমেদের।
এ ছাড়া পাকিস্তানে পিএসএলে খেলতে যাওয়া লিটন দাসও নেই সিরিজে।
আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
মঙ্গলবার বিসিবির ঘোষিত প্রথম টেস্টের দলে জাকের আলীর সঙ্গে ইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে আছেন মাহিদুল ইসলাম। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে দলে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি মুশফিক।
তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাহিদ রানা ও হাসান মাহমুদ দলের বাকি দুই পেসার। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে চার বিশেষজ্ঞ পেসার রয়েছে দলে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, “বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে, সিরিজে তাকে পাওয়া যাবে না “
এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন তানজিম।
২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক ২২ বছর বয়সী এই পেসারের। ১০ ওয়ানডেতে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ টি–টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন তানজিম।