মাহফিলে গিয়ে মুসল্লিরা হারালেন মুঠোফোন, গয়না

সিলেটে মাহফিলে কথা বলছেন মিজানুর রহমান আজহারী
সিলেটে মাহফিলে কথা বলছেন মিজানুর রহমান আজহারী

সিলেটে মিজানুর রহমান আজহারী নামে এক ধর্মীয় বক্তার ওয়াজে বহু মুসল্লির মুঠোফোন ও সোনার গয়না খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

এসব ঘটনায় দুই দিনে সিলেট মহানগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি ও ২টি চুরির মামলা হয়েছে।

আমির হামজাসহ আরও কয়েকজন বক্তা ওই মাহফিলে ধর্মীয় বয়ান দেন।

এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৩ জানুয়ারি যশোরেও মিজানুর রহমানের মাহফিলে শত শত মোবাইল ফোন, স্বর্ণলংকার চুরির ঘটনা ঘটেছিল।

বৃহস্পতি, শুক্র ও শনিবার নগরের টিলাগড় এলাকায় সিলেট মুরারি চাঁদ কলেজ মাঠে তিন দিনব্যাপী ওই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনের ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রচুর লোক সমাগম হয়। ওই দিন অসংখ্য মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে।

এ ঘটনায় গতকাল রোব ও সোমবার দুপুর পর্যন্ত ৭৪টি জিডি ও কয়েকটি চুরির মামলা হয়েছে। অনেকেই মামলা করার জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

আনজুমানে খেদমতে কোরআন, সিলেট ওই মাহফিলের আয়োজন করে। এতে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন।

এ সময় মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা স্বীকার করে আয়োজকরা জানান, তারা আটজনকে হাতেনাতে আটক করেছেন।

চুরির মামলায় হাতেনাতে আটক ছয় পুরুষ ও চার নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত অন্যান্য প্রতিবেদন:

‘গেছিলাম আমল করতে, চোরেরা ব্যবসা খুঁজে নিল’

আরও পড়ুন

সর্বশেষ

ads