ম্যায় হু না’র সিক্যুয়েলে শাহরুখ থাকছেন তো?

Main Hu Na - Shahrukh Khan

দীর্ঘবিরতির পর পরিচালনায় ফিরছেন ফারাহ খান, তাও আবার তার ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হু না’র সিক্যুয়েল দিয়ে।

আর তার এ ঘোষণার পর সিনেমায় শাহরুখ খান থাকছেন কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

চার বছর বিরতির পর ২০২৩ সালে পর পর তিনটি ব্লকবাস্টার সিনেমা নিয়ে ফেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৫ সালেও ভক্তদের চমক দিতে প্রস্তুত তিনি। সাসপেন্স থ্রিলার ‘কিং’-এর শুটিং শুরু করেছেন শাহরুখ। পাশাপাশি ছেলে আরিয়ানের অভিষেক সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

এতো সবের মধ্যেও ভক্তদের কৌতুহল বাড়িয়েছে ২১ বছর পর ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হু না’র সিক্যুয়েল নির্মাণের খবর। তবে তাদের মনে প্রশ্ন সিক্যুয়েলে শাহরুখ থাকছেন তো!

২০০৪ সালে মুক্তি পায় ফারাহ খানের পরিচালনায় ‘ম্যায় হু না’ সিনেমাটি, যেখানে অ্যাকশন এবং রোম্যান্সে শাহরুখ খান দুর্দান্ত অভিনয়ে মন কাড়েন দর্শকদের।

ছবির বিপুল সাফল্যের পর ফারাহ-শাহরুখ জুটি কাজ করেন ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ারে’।

শোনা যাচ্ছে, ফারাহ খান দীর্ঘদিন পর আবার পরিচালনায় ফিরছেন। আর তার এই কামব্যাক প্রজেক্ট হতে চলেছে ‘ম্যায় হু না ২’।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানায়, এই সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খানও। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ২০২৫ সালের মাঝামাঝি তিনি সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া শুনবেন শাহরুখ। তারপরই সিদ্ধান্ত নেবেন তিনি ছবিতে কাজ করবেন কি না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খানও ইঙ্গিত দিয়েছেন শাহরুখের সঙ্গে ফের কাজ করার বিষয়ে। অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে এক আলাপে ফারাহ বলেন, “আমি তো অবশ্যই চাই আবার একসঙ্গে কাজ করতে। অনেক দিন হয়েছে একসঙ্গে কাজ করিনি।”

আরও পড়ুন