মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট কার্যক্রম

passport

মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হতে যাচ্ছে। এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন করার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার হাইকমিশনের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কেয়ামতউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকার নির্দেশনা মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

আগামী ১ মার্চ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেশিন রিডেবল পাসপোর্টে (এমআরপি) বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধনে জটিলতা দেখা দেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে অতি সীমিত পরিসরে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যুকরণ সাপেক্ষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

এ ছাড়া পোস্ট অফিসের মাধ্যমে কোনো অবস্থাতেই এমআরপি আবেদন হাইকমিশনে গ্রহণ করা হবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন