পাবনায় সড়কে ডাকাতির ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি বলেন, “পাবনার সাথিয়ায় উপজেলার একটি এলাকায় রাতে গণডাকাতি নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন হয়েছে তাতে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন হয়েছে।”
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, “কিছু মিডিয়ায় ৪০টি গাড়িতে ডাকাতি হয়েছে, আবার কিছু মিডিয়া বলা হয়েছে ১০টি গাড়ি ডাকাতি হয়েছে। যে মিডিয়ার ১০টি গাড়ি ডাকাতির কথা বলা হয়েছে তাদের রিপোর্টে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পাঁচটি গাড়ির কথা উল্লেখ রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা জেনেছি এই ডাকাতির ঘটনা একটি মাইক্রোবাস, দুটি ট্রাক, একটি মোটরসাইকেলে ডাকাতির হয়। পুলিশ বিষয়টি জেনে ঘটনাস্থলে ১০ মিনিটের মধ্যে উপস্থিত হয়েছেন।”
“আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায় আমরা সে বিষয়ে সদা সতর্ক রয়েছি,” যোগ করেন আজাদ মজুমদার।
শুক্রবার রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও হায়েচসহ প্রায় ৪০টি গাড়ি আটকে পড়ে।
এসময় অন্তত ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এসময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চলে বলে জানা যায়।
ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে একটি দেওয়া এক ভিডিও বক্তব্যে বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বার বার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে।
তিনি বলেন, একটা মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুট করে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।