রাশিয়ার রাজধানী মস্কোতে পরপর দুই রাতে ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার রাতে ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
এ ঘটনায় নিরাপত্তার খাতিরে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক মাধ্যমে জানান, অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন শহরের দিকে আসার আগেই বিভিন্ন দিক থেকে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, কিছু ধ্বংসাবশেষ শহরের প্রধান একটি মহাসড়কের ওপর পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়াও রাতে খারকিভ এবং কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
এ নিয়ে টানা দ্বিতীয় রাতে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ জানালো। এর আগে সোমবার রাশিয়া জানিয়েছিল, তারা রাতে ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার সামরিক ব্লগারদের সূত্রে খবর, হামলায় মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে গেছে।
মস্কো ছাড়াও পেনজা ও ভোরোনেজের মতো অন্যান্য রুশ শহরের গভর্নররাও মঙ্গলবার রাতে তাদের শহর ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন। তিন বছরের বেশি সময় আগে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়ানোর পর থেকে কিয়েভ মস্কোর ওপর বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় হামলায় তিনজন নিহত হয়েছিল।
এর আগে সোমবার ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশের নতুন চেষ্টার খবর আসে। ইউক্রেনের জেনারেল স্টাফের মতে, রোববার কিয়েভ কুরস্ক অঞ্চলের তিয়োটকিনো গ্রামের কাছে একটি ড্রোন কমান্ড ইউনিটে আঘাত হেনেছে।
এপ্রিল মাসে মস্কো দাবি করেছিল, ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ চালিয়ে কুরস্ক দখলে নেওয়ার নয় মাস পর তারা পুরো অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তবে কিয়েভ জোর দিয়ে বলেছে, তাদের সৈন্যরা এখনও সীমান্ত পেরিয়ে কাজ করছে।