মেঘনা আলম এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার

Meghna Alam

প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে মেঘনা আলমকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। পরে ‘সুন্দরী মেয়েদের দিয়ে’ বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত মেঘনা আলমকে গ্রেপ্তারের আদেশ দেয়।

সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলমকে কয়েক দিন আগে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

পরে মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তাকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি।

এরপর গত ১২ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়

আরও পড়ুন

সর্বশেষ

ads