ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সৌদি সফরে যান। ওইদিন দুপুরেই কাশ্মীরে পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়। নিহতের সংখ্যা ২৬।
খবর পেয়ে সৌদি আরব সফর কাটছাঁট করেই দেশে ফিরলেন মোদী। তবে জেদাহ থেকে ফেরার পথে আকাশপথে পাক সীমা এড়িয়ে গেল প্রধানমন্ত্রীর বিমান।
মঙ্গলবার সৌদির উদ্দেশে যাওয়ার সময় নরেন্দ্র মোদীর বিমান আইএএফ বোয়েইং ৭৭৭-৩০০ (কে৭০৬৭) পাকিস্তানের আকাশসীমা হয়ে যায়। কিন্তু দিল্লির ফেরার সময় প্রধানমন্ত্রীর বিমান আকাশপথে সেই পথ এড়িয়ে যায়।
বুধবার সকালেই দিল্লি ফিরে আসেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নেমেই কাশ্মীরের জরুরী পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা আধিকারিক অজিত ডোভাল সহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সৌদির প্রধানমন্ত্রী যুবরাজ সলমনের আমন্ত্রণে সৌদি আরব সফরে যান মোদী। জঙ্গি হামলার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন।
মঙ্গলবার রাতেই শ্রীনগরের উদ্দেশে রওনা দেন শাহ। সেখানে পৌঁছে জরুরি বৈঠক করেন। নরেন্দ্র মোদীও তড়িঘড়ি দেশে ফিরে আসেন।
এবার ভারত সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে নজর সকলের।
আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে সৌদি আরব-সহ একাধিক দেশ এই জঙ্গি হামলার ঘটনার ব্যাপক নিন্দা করেছে।
পহেলগামে জঙ্গি হামলায় কমপক্ষে ২৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে।