মামলা মাথায় নিয়ে জাতীয় দলের ক‍্যাম্পে মোরসালিন

বাংলাদেশ ফুটবল দলের ফরোয়ার্ড মোরসালিন।
বাংলাদেশ ফুটবল দলের ফরোয়ার্ড মোরসালিন।

সারাদিন ঢাকার ফুটবল উত্তাল শেখ মোরসালিনের যৌতুকের মামলা নিয়ে। সন্ধ‍্যায় তাকে রেখেই ভারত ম‍্যাচের ৩০ জনের দল দিলেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। পরে জাতীয় দলের ম‍্যানেজার আমের খান বললেন, তরুণ ফরোয়ার্ডের বিরুদ্ধে আপাতত কোনো ব‍্যবস্থা নিচ্ছেন না তারা। 

ঢাকার আদালতে বুধবার মোরসালিনের বিরুদ্থে মামলার আবেদন করেন তার স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল। আদালত বাদীর জবানবন্দী রেকর্ড করে ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে।

ভারত ম‍্যাচের জন‍্য আগামী শুক্রবার ঢাকায় ক‍্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় দল । এ নিয়ে বুধবার সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হন আমের। তিনি বলেন, আপাতত মোরসালিনের ক‍্যাম্পে থাকতে কোনো সমস‍্যা নেই।

“মোরসালিনের ওটা ব্যক্তিগত বিষয়। এতে করে আমাদের স্কোয়াডের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে বলে আমরা মনে করি না। সে আসবে, সে যদি মামলা… অফিসিয়ালি আমরা এরকম নোটিশ আমরা পাইনি। এই বিষয়টা জানিও না বিষয়টা কোন অবস্থায় আছে। সে রকম কিছু হলে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব।”

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

ads