একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। পাকিস্তান-দুবাইয়ে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর বুধবার রাতে হঠাৎ নিজের ফেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পাশাপাশি ব্যক্তিগতভাবেও ব্যর্থ ছিলেন মুশফিক, দুই ম্যাচ খেলে করেছেন মোটে ২ রান। বাজে পারফরম্যান্সে বাংলাদেশও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্ট শেষ করা মুশফিক ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কি না– এই প্রশ্ন ঘুরেফিরে আসছিল। এ ছাড়া মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে ক্রিকেট বোর্ড কথা বলবে বলেও সম্প্রতি জানিয়েছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন।
এমন পরিস্থিতিতেই বুধবার রাতে হঠাৎ নিজের ফেইসবুক পেইজে অবসরের ঘোষণা দিলেন মিডল অর্ডার এই ব্যাটার। ফলে প্রশ্ন উঠেছে– অভিমান থেকেই তিনি ওয়ানডে ছাড়লেন কি না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগেও অবসর নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি।
এর আগে ২০২২ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্ট এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর সমালোচনার মুখে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন মুশফিক। এরপর থেকে টেস্ট ও ওয়ানডে খেলছিলেন তিনি।
এখন ওয়ানডে ফরম্যাট থেকেও অবসর নেওয়ায় খেলবেন শুরু টেস্ট ম্যাচে।
বুধবার রাতে ওডিআই থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেইসবুক পোস্টে মুশফিকুর রহিম লেখেন, “আজ থেকে আমি ওডিআই ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি।”
সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উইকেটকিপার-ব্যাটার আরও লিখেছেন, “বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটা বিষয় নিশ্চিত: যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা, নিষ্ঠা এবং সততার সাথে ১০০% এরও বেশি দিয়েছি।”
গত কয়েক সপ্তাহ তার জন্য খুব কঠিন ছিল জানিয়ে ৩৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম পোস্টে লিখেছেন, “আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি।”
অবসরের ঘোষণায় তিনি কোরআনের একটি আয়াতও তুলে ধরেন তিনি, যেখানে বলা হয়েছে, “তিনি (আল্লাহ) যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমানিত করেন।”
মুশফিক এ প্রসঙ্গে আরও লিখেছেন, “সর্বশক্তিমান আল্লাহ্ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ঈমান দান করুন।”
ওডিআই ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার সময় মুশফিকুর রহিম তার পরিবার, বন্ধু ও ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।”
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়া মুশফিকুর রহমান নিজের শেষ ওডিআই ম্যাচটি খেলেছেন চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
১৯ বছরের ক্যারিয়ারে ২৭৪ ওয়ানডে খেলে ডানহাতি এই ব্যাটার ৯টি শতক ও ৪৯টি অর্ধশতকের সাহায্যে ৩৬.৪২ গড়ে করেছেন ৭ হাজার ৭৯৫ রান।