মাশরাফি-সাকিবকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ নাজমুল আবেদীন

বাংলাদেশের ক্রিকেটের দুই কিংবদন্তী মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান, রাজনীতির পট পরিবর্তনে যারা আজ ক্রীড়াঙ্গনে ব্রাত্য।
বাংলাদেশের ক্রিকেটের দুই কিংবদন্তী মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান, রাজনীতির পট পরিবর্তনে যারা আজ ক্রীড়াঙ্গনে ব্রাত্য।

সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি কর্তাদের বৈঠকে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে প্রশ্নে কখনও বিরক্ত হলেন নাজমুল আবেদীন, কখনও হলেন ক্ষুব্ধ। মেজাজ হারিয়ে পাল্টা প্রশ্নও করলেন এই বিসিবি পরিচালক।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিসিবি কার্যালয়ে সাবেক অধিনায়কদের সঙ্গে বসেন ফারুক আহমেদ। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত শোনেন বোর্ড সভাপতি ও অন্য কর্তারা।

অধিনায়কদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, শাহরিয়ার নাফীস, লিটন কুমার দাসসহ ৯ জন। এছাড়া ভিডিও কনফারেন্সে যোগ দেন খালেদ মাসুদ।

কিন্তু সেখানে সশরীরে কিংবা অনলাইনেও ছিলেন না দেশের সবচেয়ে সফল দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। ছিলেন না নাঈমুর রহমান ও খালেদ মাহমুদও।

গত ৫ অগাস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা আঙিনায় পালাবদলের পথ ধরে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি ও সাকিবকে নিয়ে চলছে নানা টানাপোড়েন। বাঁহাতি অলরাউন্ডার সাকিব তো দেশেই ফিরতে পারছেন না। দেশে থাকলেও মাশরাফি সবকিছু থেকেই আছেন আড়ালে। নাইমুরের সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন দুজনই।

এই সভায় তাদের না থাকাটা তাই অস্বাভাবিক কিছু নয়। পাশাপাশি তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কি না বা অনলাইনে তারা অংশ নিয়েছিলেন কি না, এটা জানতে চাওয়ায় অযৌক্তিক কিছু নয়।

সভা শেষে নাজমুল আবেদীন সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাকে জিজ্ঞেস করা হয়, “আপনারা আজকে দেশের সব অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না অথবা অনলাইনে যুক্ত হয়েছিলেন কি না?”

প্রশ্ন শেষ হওয়ার আগেই নাজমুল বলতে থাকেন, ‘ডু ইউ হ্যাভ টু… এটা কি করতেই হবে? না… এই প্রশ্নটা কি করতেই হবে…?’

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে নিজ থেকেই ‘পরের প্রশ্ন’ বলে চলে যান অন্য প্রসঙ্গে।

অনলাইনে খালেদ মাসুদের যুক্ত থাকার প্রসঙ্গ ধরে প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে আসে সাকিবের প্রসঙ্গ। নাজমুলকে জিজ্ঞেস করা হয়, সাকিব (অনলাইনে যুক্ত) ছিলেন? এক শব্দে তিনি উত্তর দেন, ‘না।’

এরপর কয়েক মুহূর্ত নীরব থেকে ডান হাতের তর্জনী উঁচিয়ে ওই সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এনি মোর কোয়েশ্চেন?… সাকিবের সম্পর্কে?’ তার চোখ-মুখে রাগ আর বিরক্তি ছিল স্পষ্ট।

আরও পড়ুন