যুক্তরাষ্ট্রের ভিসা সেবায় নতুন ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ দেশটির দূতাবাস, যা শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেইজে নতুন এই ব্যবস্থা চালুর কথা জানানো হয়। নতুন ব্যবস্থা চালুর লক্ষ্যে www.ustraveldocs.com এর পরিষেবাগুলো ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়।
সেদিন দূতাবাসের ফেইসবুক পোস্টে আরও জানানো হয়, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এখন থেকে প্রতি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় অনভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করবে।
ভিসার জন্য আবেদন সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে এ বিষয়ক ওয়েবসাইটে (https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa)।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে অনভিবাসী ভিসা (ডিএস-১৬০) আবেদনকারীদের জন্য সাক্ষাৎকারের দিনে ৭ কার্যদিবস আগে অনলাইনে (www.ustraveldocs.com/bd/en) তাদের ভিসা আবেদন ও প্রোফাইল আপডেটের নিয়ম চালু করা হয়।
একইসঙ্গে জানানো হয়, সাক্ষাৎকারের নির্ধারিত তারিখের আগের সাত দিনের মধ্যে অনলাইনে ভিসা আবেদন ও প্রোফাইল আপডেট করলে তা গ্রহণযোগ্য হবে না।