বাংলাদেশের খেলাধুলার নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির অফিসিয়াল ওয়েবসাইটের (nsc.gov.bd) নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ।
রাত ৯টা ২২ মিনিটে হ্যাকড হওয়া ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে জানিয়েছে এনএসসি।
এর আগে ওয়েবসাইটটি ‘সাইবার ফোর্স সনাতনী’ নামে একটি গ্রুপ হ্যাকড করার দায় স্বীকার করে বার্তা দিয়েছিল।
হ্যাকড করে এনএসসির ওয়েবসাইটে তারা একটি বার্তা ঝুলিয়ে দেয়, “সকল হিন্দু ও হিন্দু দেবদেবীদের সম্মান করুন। দীর্ঘদিন ধরে দেখছি, কিছু মুসলিম আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে। আমি বলছি যে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে সরকারের সব ওয়েবসাইট হ্যাক করা হবে।
“এবং আমি হিন্দুধর্মের অপমান/অবমাননা বন্ধ করতে চাই।”
বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ২২ মিনিটে কর্তৃপক্ষ জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ উদ্ধার করে। মূল