দুই দলের এক নেতা!

আবু হানিফ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এখন জামায়াতের সভাপতি
আবু হানিফ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এখন জামায়াতের সভাপতি

কুমিল্লায় এমন একজন ‘জামায়াত নেতার’ সন্ধান পাওয়া গেছে যিনি দশকের বেশি সময় ধরে ছিলেন ‘আওয়ামী লীগের পরিচিত মুখ; ছিলেন ইউনিয়নের ওয়ার্ড সদস্য।  

স্থানীয় জামায়াত আমিরও বিষয়টি নিশ্চিত করেছেন যে ওই আওয়ামী লীগ নেতা মূলত ‘তাদেরই লোক’ ছিলেন।    

অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন লিখেছে, কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর ওই নেতার নাম মো. আবু হানিফ; তাকে মনোনীত করা হয়েছে ওয়ার্ডের জামায়াতের সভাপতি হিসেবে।

কর্মী সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নাম সভাপতি হিসেবে ঘোষণার কথা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরের দুটি পোস্টার!

আওয়ামী লীগ সরকারের পতনের আগে আবু হানিফ একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বারের দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামীম সরকার বলেন, “তিনি (আবু হানিফ) গত ১০ বছর ধরে আমাদের লোক। তাকে জোর করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছিল, জোর করে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হয়েছিল।”

১৮ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে তার নাম ঘোষণার কথা রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর এই ‘পরীক্ষিত নেতার’ সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বাংলা ট্রিবিউন তার সাড়া পায়নি।

আরও পড়ুন