স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে চিঠি দেওয়ায় ‘ওএসডি’

gazipur city corporation

মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়ে ওএসডি হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের এক প্রশাসনিক কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই চিঠি নিয়ে ব্যাপক আলোচনার পর সিটি করপোরেশনের সচিব নমিতা দে’র বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া চিঠিটি টাইপ করার অপরাধে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত ওই চিঠির মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। অবশ্য নতুন রাজনৈতিক বাতাবরণে তা নিয়ে সমালোচনা শুরু হলে সেটি সংশোধন করে শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়।

সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে কথা বলতে নমিতা দে’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দেকে ওএসডি করা হয়েছে।

আরও পড়ুন