প্রশাসনের ৩৩ যুগ্মসচিবকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের সবাই ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার উপসচিব তৌহিদ বিন হাসানের সই করা এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
বুধবার যাদের ওএসডি করা হয়েছে তারা হলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহমুদুল আলম, আরেক পরিচালক হায়াত-উদ-দৌলা খাঁন, আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, বরিশাল মো আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সদস্য-পরিচালক (যুগ্মসচিব) মঈনউল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্মসচিব খাদ্য মন্ত্রণালয়ে (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (সংযুক্ত) যুগ্মসচিব এস, এম, আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সদস্য ড. কে এম কামরুজ্জামান সেলিম।
নৌ পরিবহন মন্ত্রণালয়পর যুগ্মসচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবীর মুরাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাজেদুর রহমান খান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক এস. এম. অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের
যুগ্মসচিব গোপাল চন্দ্র দাশ, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন,মিনিস্টার স্থানীয় (যুগ্মসচিব) এম কাজী এমদাদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) এস.এম. মোস্তফা কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্মপ্রধান (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিচখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যুগ্মসচিব (নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট হিসেবে বদলির আদেশাধীন) মো. আলী আকবর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালনকারী অন্য কর্মকর্তাদের বিষয়েও সরকার পদক্ষেপ নেবে। ওই সময়ে যারা বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন তাদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হতে পারে।
এর আগে ২০১৮ সালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ১২ জনকে ওএসডি করা হয়েছিল।