মনিবের প্রতীক্ষায় তীব্র ঠাণ্ডায় টানা ৪ দিন

নদীর তীরে মালিকের অপেক্ষায় পোষা কুকুর বেলকা। ছবি: ইস্টটুওয়েস্ট
নদীর তীরে মালিকের অপেক্ষায় পোষা কুকুর বেলকা। ছবি: ইস্টটুওয়েস্ট

বরফে ঢেকে যাওয়া নদীর উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ৫৯ বছর বয়সী নিকোলাই খালাঞ্চুক। ভেবেছিলেন ‘শর্টকাটে’ গন্তব্যে পৌঁছে যাবেন। সঙ্গে ছিলো তার পোষা কুকুর বেলকা।

কে জানতো এই ‘শর্টকাটই’ তার জন্য কাল হবে! বরফের পুরুত্ব এতোটাই কম ছিল যে ফেটে গিয়ে অতলে তলিয়ে যান নিকোলাই।

এই বিয়োগাত্মক ঘটনার শেষটা আরও মর্মস্পর্শী। মনিবকে তলিয়ে যেতে দেখে বিচলিত কুকুরটি নদীর পাড়ে অপেক্ষায় থেকেছে টানা চার দিন। মুখে দেয়নি একদানা খাবার। অবিরত কেঁদেছে অঝোরে।

অবস্থা এতটাই বেগতিক যে বেলকাকে বাঁচানো রীতিমতো ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার উফা নদীর এই হৃদয়বিদারক ঘটনাটি এসেছে স্থানীয় পত্রিকার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও। সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

ঘটনাস্থল থেকে কাছাকাছি দুরত্বে থাকা জেলেরা জানিয়েছেন, বরফে নিচে তলিয়ে যাওয়া নিকোলাইকে উদ্ধারে কুকুরটিকে ছুটোছুটি করতে দেখেছেন তারা।

খবর পেয়ে নিকোলাইয়ের ভাগ্নে ছুটে এলেও উদ্ধারে ব্যর্থ হন। তারা পানিতে শক্ত দণ্ড ফেলে তাকে তুলে আনার চেষ্টা করেছিলেন। অবশ্য তীব্র ঠাণ্ডায় অবশ শরীর নিয়ে হয়তো তিনি সেই দণ্ডের নাগাল পাননি।

ততক্ষণে তলিয়ে যান উফা নদীর ২৩ ফুট গভীরে।

এরপর উদ্ধারকর্মীরা এলেও সেই রাতে নিকোলাইকে উদ্ধার করা যায়নি। পরে তার মৃতদেহ উদ্ধার করতে লেগে যায় টানা চার দিন। আর এই পুরো সময় দুর্ঘটনাস্থলে অপেক্ষায় ছিল বেলকা, তার মনিবের অপেক্ষায়।

নিকোলাইয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, উদ্ধার অভিযান শুরুর পর বেলকাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিলো। কিন্তু বারবার সে নিজে থেকেই বেরিয়ে গিয়ে ওই নদীর পুরু বরফের ওপর কিংবা তীরে বসে থাকতো।

বেলকার মনিবের ভাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি বেলকাকে তার কাছে রাখার চেষ্টা করছেন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

আরও পড়ুন