হাই অ্যালার্টে পাকিস্তানের বিমান বাহিনী, জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ

pakistan

কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের হুমকির প্রেক্ষপটে পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের পদক্ষেপ কীভাবে মোকাবিলা করা যায়, তার রূপরেখা তৈরি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন।

হাই অ্যালার্টে রাখা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীকে। আরব সাগরের পাক নৌবাহিনীর মহড়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক এক্সে লিখেছে , “প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা আহ্বান করেছেন।

গভীর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে দার ভারতের পদক্ষেপের তীব্র সমালোচনা করে এটিকে “অপরিণত” এবং “তাড়াহুড়ো” বলে অভিহিত করেছেন তিনি।

“ভারত কোনও প্রমাণ দেয়নি। তারা তাদের প্রতিক্রিয়ায় কোনও পরিপক্কতা দেখায়নি,” বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন। “এটি একটি অ-গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনার পরপরই তারা প্রচারণা শুরু করে।”

রাষ্ট্রীয় রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে “পহেলগাম ফলস ফ্ল্যাগ অপারেশনের পর ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে”।

“পহেলগাম ফলস ফ্ল্যাগ অপারেশনের পর উদ্ভূত অভ্যন্তরীণ ও বহিরাগত পরিস্থিতি” নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠকে ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত থাকবেন।

এদিকে জঙ্গি হামলার পর তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাম ঘুরে দিল্লি ফেরার পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। আড়াই ঘণ্টা চলে সে বৈঠক। আপাতত পাকিস্তানের বিরুদ্ধে ছ’দফা কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত।

তবে কেবল কূটনৈতিক নয়, পাকিস্তান ভারতের আরও বড় কোনও পদক্ষেপের আশঙ্কা করছে। সে কারণেই পাক প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক ডেকেছে বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে।

ভারতের সীমান্তগুলোতেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতি একশো মিটার অন্তর অন্তর সীমান্ত এলাকায় সেনা মোতায়েন রয়েছে। এক কিলোমিটার অন্তর তৈরি করে ফেলা হয়েছে সেনা ছাউনি। পাহাড়-জঙ্গল সংলগ্ন রাস্তার ওপর রয়েছে কড়া নজরদারি।

আরও পড়ুন