যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে থাকা উচ্চ পদমর্যাদার চার তারকা জেনারেলের সংখ্যা ২০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ।
সোমবার তিনি এই নির্দেশ দেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এটি সর্বশেষ বড় ধরনের পরিবর্তন।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথের এক স্মারকলিপিতে বলা হয়, জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের সংখ্যা অতিরিক্ত ১০ শতাংশ এবং ন্যাশনাল গার্ডের জেনারেল অফিসারদের সংখ্যা ২০ শতাংশ কমানো হবে।
তবে এই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি স্মারকলিপিতে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটির সামরিক বাহিনীতে ৩৮ জন চার তারকা অফিসার (সাধারণত সর্বোচ্চ পদ) এবং ৮১৭ জন জেনারেল ও অ্যাডমিরাল সক্রিয় দায়িত্বে ছিলেন।
হেগসেথের স্মারকলিপিতে বলা হয়, এই সংখ্যা কমানোর লক্ষ্য হলো “অতিরিক্ত জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের পদ কমিয়ে নেতৃত্বকে সুবিন্যস্ত করার জন্য অপ্রয়োজনীয় কাঠামো অপসারণ করা।”
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন, যার নামকরণ করেন ‘কম জেনারেল, বেশি জিআই।’ সেখানে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীর সামগ্রিক আকার অনেক বড় হলেও, সেই সময় শীর্ষ কর্মকর্তাদের সংখ্যা কম ছিল।
হেগসেথ জানান, উচ্চ পদমর্যাদার কর্মকর্তা কমানোর প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথমে চার তারকা অফিসার এবং ন্যাশনাল গার্ডের জেনারেলদের সংখ্যা কমিয়ে আনা হবে। এর ধারাবাহিকতায় সামগ্রিক জেনারেল ও অ্যাডমিরালদের সংখ্যা ১০ শতাংশ কমানো হবে।
তিনি জোর দিয়ে বলেন, এটি উচ্চপদস্থ কর্মকর্তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নয়, বরং সর্বোচ্চ কৌশলগত প্রস্তুতি এবং কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে জয়েন্ট চিফস অব স্টাফের সঙ্গে আলোচনার মাধ্যমে গৃহীত একটি সুচিন্তিত প্রক্রিয়া।