যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ একটি বাড়ির ওপর আছড়ে পড়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুরে এই দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল এজেন্সিগুলোতে ব্যয় কমানোর জন্য তার মন্ত্রীদের উৎসাহিত করার পর সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিমান নিরাপত্তার কাজে নিয়োজিত শত শত কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
তদন্তকারীরা বলছেন, উড়োজাহাজটিতে ঠিক কতজন আরোহী ছিল সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। তবে ব্রুকলিন পার্ক ফায়ার চিফ শন কনওয়ে জানান, উড়োজাহাজে থাকা কোনো আরোহীই বেঁচে নেই।
অবশ্য যে বাড়িতে উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেই বাড়িতে আগুন ধরে গেলেও বাড়িতে থাকা কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন শন কনওয়ে।
দুর্ঘটনার কারণ এখনও অজানা। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থলে তাদের দল পাঠিয়েছেন। এনটিএসবি জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা পরিস্থিতি নথিভুক্ত করে উড়োজাহাজটি পরীক্ষা করবেন। এরপর আরও বিশ্লেষণের জন্য উড়োজাহাজটি একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হবে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি আছড়ে পড়ার পর বাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ফায়ার চিফ কনওয়ে জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল।
ব্রুকলিন পার্ক মিনিয়াপলিসের একটি শহরতলী। এই শহরে প্রায় ৮২ হাজার মানুষের বসবাস। এটি মিনিয়াপলিস থেকে প্রায় ১১ মাইল উত্তরে অবস্থিত।
মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ জানান, তার দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি প্রথম সাড়াদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।