স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে।
পদযাত্রা থেকে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে একদল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রার কর্মসূচির আয়োজন করেন।
বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা করে সচিবালয় থেকে অল্প দূরত্বে শিক্ষাভবনের সামনে পৌঁছুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা।
শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।
পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে।’
তারা আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। পুলিশ তাদের ভূমিকা পালন করছে না। এ অবস্থায় নারীসহ কেউ নিরাপদ নয়। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’
বিকেল চারটার দিকে শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের পক্ষে এ আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রয়।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা আগামীকাল রাজু ভাষ্কর্য থেকে আমাদের সর্বোচ্চ জনবল নিয়ে মশাল মিছিল বের করবো। সে মিছিল থেকে আমরা আমাদের ৯ দফা বাস্তবায়নের লড়াই বেগবান করবো।’
এসময় তিনি সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষকে গণপ্রতিরোধ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।