বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট প্রকাশ হওয়ার জের ধরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি)।
সিরাজুম মুনিরা কায়ছান নামে ওই কর্মকর্তা অবশ্য দাবি করেছেন তার ফেইসবুক একাউন্টটি ‘হ্যাকড’ হয়েছে।
বুধবার সকালে ফেসবুকে তার আইডি থেকে একটি পোস্ট আসে যেখানে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ এবং ‘স্বাধীনতার ঘোষক’ হিসাবে উল্লেখ করেন সিরাজুম মুনিরা।
ওই পোস্ট ঘিরে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা। পরে ঘটনাস্থল থেকে তিনি দ্রুত ফিরে আসেন।
এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্টটি মুছে ফেলা হয়। পরে নতুন করে পোস্ট করে দাবি করা হয়, আইডি হ্যাকড হয়েছিলো।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। তার আইডির পাসওয়ার্ড অন্য কারো কাছে ছিলো।
ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।
এর আগে মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের সচিবকে প্রত্যাহার করা হয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে মসজিদে চিঠি পাঠানোর দায়ে।