মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবিতে যখন বিক্ষোভ দেশজুড়ে সেই সময়েই ঢাকায় এক অন্তঃসত্ত্বা তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির একজন পরিদর্শক।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পুলিশকে বলেছে, বেশ কিছুদিন আগে তার বিয়ে হয়। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ছেড়ে যান স্বামী।
“ওই নারী শনিবার বাড়ি থেকে সদরঘাটে আসে। তাকে খাওয়া ও থাকার আশ্বাস দিয়ে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকায় বুড়ির পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তিনজন।”
সেখানে ওই নারীর ওপর আড়াই ঘণ্টা ধরে নির্যাতন চালায় অভিযুক্তরা।
পুলিশের ভাষ্য, খুবই দরিদ্র পরিবারের ওই তরুণী কাজের আশায় ঢাকায় এসেছিলেন। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিশেষ দ্রষ্টব্য: আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ধর্ষিতার বয়স, পরিচয়, পুলিশ কর্মকর্তার নাম ও কর্মস্থল, এবং সেই সঙ্গে আসামিদের নাম উল্লেখ করা হয়নি।