সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
এর আগে, ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছিল। তবে সেই আপিল খারিজ করে তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেন। কিন্তু তিন মাসেও রায় কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।
পরে ২০২২ সালের ২৭ জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সংশ্লিষ্ট পক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেয়। এর জবাবে মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে।
চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই রিভিউ পিটিশন নিষ্পত্তি করে রায় দেন, যা কার্যকর করতে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।