সেনাবাহিনীর ১৬ প্রতিষ্ঠানের নাম বদলের প্রস্তাব

Ministry of Defense

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সেনাবাহিনীর ১৬ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টা ও প্রতিরক্ষা উপদেষ্টার কাছে প্রস্তাবনা পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবনা পাঠানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনার সার সংক্ষেপে বলা হয়, গত ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিলের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণের জন্য সেনাবাহিনী থেকে প্রস্তাব পাওয়া যায়। 

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম যমুনা সেনানিবাস, কিশোরগঞ্জের মিঠামইন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম মিঠামইন সেনানিবাস, বরিশালের লেবুখালির শেখ হাসিনা সেনানিবাসের নাম বরিশাল সেনানিবাস, শরিয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের নাম পদ্মা সেনানিবাস, ভাটিয়ারির বিএমএ ভাস্কর্যসহ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম বিএমএ অ্যাকাডেমিক কমপ্লেক্স, হালিশহরের বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ঢাকার বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম বাংলাদেশ সামরিক জাদুঘর হিসেবে নামকরণ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও শরীয়তপুরের চরনাজাতের বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরনাজাতের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম, ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর, টাঙ্গাইলের ভুঞাপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জের জলসিড়ির শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি, শরিয়তপুরের জাজিরার শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বরিশালের লেবুখালির শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের ইবিআরসির শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স এবং হালিশহরের মুজিব ব্যাটারি সড়কের নাম গোলন্দাজ সড়ক হিসাবে নাম প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন