ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে স্থগিত থাকার পর আইপিএলের মতন পাকিস্তান সুপার লিগও (পিএসএল) পুনরায় চালু হচ্ছে ১৭ মে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে।
৯ মে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। পরে বিশেষ ব্যবস্থায় বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান থেকে নিজ নিজ দেশে পাঠানো হয়, যাদের মধ্যে বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন।
HBL PSL X picks up from where it left off! 6 teams, 0 fear
— Mohsin Naqvi (@MohsinnaqviC42) May 13, 2025
Let the aura take over as we unite and celebrate the spirit of cricket.
Get ready for 8 thrilling matches starting 17th May, leading up to the Grand Final on 25th May.
Best of luck to all the teams!#HBLPSLX #ApnaXHai
ডনের প্রতিবেদন অনুযায়ী, পিএসএলের দশম আসরের বাকি থাকা ৮ ম্যাচ ১৭ থেকে ২৫ মে’র মধ্যে আয়োজিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর পিছিয়ে যাওয়া অনেকটাই নিশ্চিত।
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নাকভি বলেন, “পিএসএল যেখানে থেমেছিলো সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চরক ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।“
২১ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে শুরু হবে প্রথম ম্যাচ। কিন্তু পিএসএল ফাইনাল যদি একই দিন থাকে তাহলে সেদিন এই সিরিজ শুরুর বাস্তবতা নেই।