ঢাকা প্রিমিয়ার লিগেও দল পেলেন সাকিব

sakib

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দল পেয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেশে আসতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। তবে লেজেন্ডস অব রূপগঞ্জ আশাবাদী, দেশের মূল ওয়ানডে টুর্নামেন্টে খেলতে ঢাকায় ফিরবেন তিনি। 

নতুন আসরের দলবদলের প্রথম দিনে সাকিবের নাম নিবন্ধন করেছে রূপগঞ্জ। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিসিডিএম কার্যালয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নেওয়ার ঘোষণা দেন দলটির কর্ণধার লুৎফর রহমান বাদল।

“আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করছি। দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে ওর কথা হয়েছে, আমেরিকাতে ছিল। ঘরের ছেলে ঘরে আসছে, এটাই সবচেয়ে বড় খবর।”

বাদলের ঘোষণার পর অনলাইনে দলবদলের প্রক্রিয়া সারেন করেন সাকিব। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।

আগামী মাসে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর। দল পেলেও এই টুর্নামেন্টে সাকিবের খেলা নিয়ে সংশয় থাকছেই। গত অগাস্টে সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস‍্য নির্বাচিত এই অলরাউন্ডারের মাথার উপর ঝুলছে খুনের মামলা।  এর পাশাপাশি তার নামে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের হয়ে চারটি টেস্ট খেলেন সাকিব। সব কটি দেশের বাইরে, দুটি ভারতে, দুটি পাকিস্তানে। এরপর আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন মিরপুর টেস্ট দিয়ে। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম‍্যাচের দলে ডাক পেলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্র ফিরে যেতে হয় তাকে।

পরে বিপিএলে তাকে দল নেয় চিটাগং কিংস। এই টুর্নামেন্টেও খেলা হয়নি তার। তাই ঢাকা প্রিমিয়ার লিগে তার খেলা নিয়ে সংশয় প্রবল। তবে আশা ছাড়ছেন না বাদল। 

“অবশ্যই (আমরা শতভাগ আশাবাদী)। সেজন্যই তো ওকে দলে নেওয়া। না হলে আমরা নেব কেন, যদি সে না-ই খেলতে পারে।”

“একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে দলে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের সম্পদ। আমরা চাই না, সে অচিরেই ঝরে যাক।”

আরও পড়ুন